মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট (শুক্রবার) পারিবারিক কলহের জের ধরে সেলিম মন্ডল তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) অ্যাসিডে ঝলসে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সেলিম মন্ডলকে প্রধান আসামি করে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন নিহত গৃহবধূ আয়েশার ভাই উজ্জ্বল হোসেন। এ মামলায় সেলিম মন্ডল বেশ কিছুদন পালিয়ে থেকে গত ২৮ আগস্ট উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে অস্থায়ী জামিন দেন।
অস্থায়ী জামিনে থেকে মঙ্গলবার রাতে পালিয়ে ইতালি যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন তাকে গ্রেফতারের বিরষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে ২০ আগস্ট (সোমবার) দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেলিম মন্ডলকে বহিষ্কার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি।
একই মামলায় সেলিম মন্ডলের ছোট ভাই জুয়েল মন্ডলকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
ওএইচ/