বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কানাইখালি মাঠে তিন দিনব্যাপী চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাচ্চাদের পড়াশুনার চাপে জীবনকে বিপন্ন না করে তাদের ছবি আঁকা, আবৃত্তি, খেলাধুলা, গান-বাজনা চর্চার সুযোগ করে দিয়ে সাংস্কৃতিবান ও জ্ঞানী হিসেবে গড়ে তুলতে হবে। তবেই মাদকমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য সফল হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি