সেখানে ভর্তিচ্ছুদের মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারে মতবিনিময় সভায় এ তথ্য জানান শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার দিন শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন পরামর্শ ও করণীয় তুলে ধরেন।
সভায় ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য শাখা ছাত্রলীগ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো- ভর্তিচ্ছুদের জন্য তিনটি তথ্য ও সহায়তা কেন্দ্র, একটি মেডিকেল ক্যাম্প, পথ নির্দেশিকা, বিশুদ্ধ পানি সরবরাহ, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, আবাসিক সুবিধা, নিরাপত্তা রক্ষায় প্রতিটি হলে মনিটরিং সেল গঠন ইত্যাদি।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএ