বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রয়াত প্রবীণ নেতা অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন পুলিন দে।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, একজন পরিচ্ছন্ন ও পরিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মেধাবী ও প্রজ্ঞাবান নেতা ছিলেন আতাউর রহমান খান। নীতিহীন, আদর্শ বিবর্জিত, অসুস্থ পেশানির্ভর রানীতিকে হটিয়ে সুস্থ ধারার আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। দেশ গড়তে এবং বাংলাদেশ আওয়ামী লীগে প্রয়াত এ প্রবীণ নেতার অবদান অনেক।
অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটির এ আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নূরুর ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এইচএমএস/এইচএ/