বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) অডিটোরিয়ামে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, জনগণ ভোটের মালিক।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জনগণের পুষ্টি নিশ্চিত করার কথা ভেবেই ১৯৭৪ সালে জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পুষ্টি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহনেয়াজ, জেল প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. বিভাস চন্দ্র মানিক, সহকারী পরিচালক ডা. নাজমুস সালেহীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি