ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

এবারের নির্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এবারের নির্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, এবারের নির্বাচন স্বাধীনতা বিরোধী আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, উন্নয়ন-অগ্রগতি আর স্বাধীনতা রক্ষার এ নির্বাচনে ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সংরক্ষিত আসনের নারী এমপি মনোয়ারা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, জেলা আওয়ামী লীগের নেতা মীর ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা খাতুন, যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, ছাত্রলীগ নেতা মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ