দলের শীর্ষ পর্যায়ের নেতারা স্বীকার করেছেন, এবার বেশি সংখ্যক নারীকে কেন্দ্রীয় নেতৃত্বে নেওয়া হবে।
নির্বাচন কমিশনে নিবন্ধনের শর্ত অনুযায়ী রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী সদস্য থাকতে হবে।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুক্রবার (২০ ডিসেম্বর) শুরু হবে। শনিবার (২১ ডিসেম্বর) দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হবে।
কমিটিতে নতুন যারা যুক্ত হতে পারেন এমন নারী নেত্রীর মধ্যে আলোচনায় আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, জাতীয় চার নেতার একজন মুক্তিযুদ্ধকালীন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিএস সেলিমা খাতুন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লুৎফুন্নাহার মুন্নি, ছাত্রলীগের সাবেক নেতা আমেনা বেগম কহিনুর, খালেদ মোশারফের মেয়ে মেহেজাবিন খালেদ, নারায়ণগঞ্জ সিটির মেয়র আইভি রহমান, মেহের আফরোজ চুমকি, সাগুফতা ইয়াসমিন এমিলি, ব্যারিস্টার ফারজানা, শারমিন সুলতানা লিলি, রোজিনা রোজী প্রমুখ।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বাংলানিউজকে বলেন, ‘কে আসবেন, কারা আসবেন, সেটা বলতে পারব না। এটা জানেন নেত্রী। আমরা যেটা জানি, সেটা হচ্ছে, কেন্দ্রীয় কমিটিতে তরুণ ও নারীর সংখ্যা বাড়বে। ’
বর্তমান কমিটিতে সভাপতি শেখ হাসিনাসহ নারী নেত্রীর সংখ্যা ১৫ জন। এর মধ্যে গত সম্মেলনে নতুন মুখ হিসেবে আসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি, পারভীন জামান কল্পনা, মারুফা আক্তার পপি ও মেরিনা জাহান।
এবারের কমিটিতে তারা আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। বিশেষ করে সিমিন হোসেন রিমি, মারুফা আক্তার পপি ও শাম্মী আহমেদের সম্ভাবনা বেশি।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসকে/টিএ/এজে