ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে ‘বাংলাদেশ সমাজের’ ইফতার

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
বাহরাইনে ‘বাংলাদেশ সমাজের’ ইফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন থেকে: পবিত্র মাহে রমজানে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জুলাই) মানামা আল ওসরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



বাহরাইন সরকারের সোস্যাল মিনিস্ট্রি কর্তৃক নিবন্ধিত সংগঠন ‘বাংলাদেশ সমাজ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুলের সঞ্চালনায় ও বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের অর্থনীতি ও ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ ও গবেষক ড. মোহাম্মদ ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান সাফকাত আনোয়ার, ইউনিভার্সিটি অব বাহরাইনের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদ, বাংলাদেশ স্কুলের পেট্রোন গোলাম রাব্বানী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ চৌধুরী, কে এম আশরাফ, শেখ মো. আব্দুল হান্নান, কয়েস আহমেদ, জহির উদ্দিন বাবর, আলাউদ্দীন নূর, প্রকৌশলী জাহাঙ্গীর তরফদার, আবুল হাসেম, মিজানুর রহমান, মুজিবুর রহমান, মঞ্জুরুল আলম মঞ্জু, মাজহারুল ইসলাম বাবু, মো. আব্দুর রহমান, আইয়ুবুর রহমান আকাশ, ফজলু তালুকদার, ফারুক হোসেন, খোকন মাহমুদ, এমদাদ হোসেন, শরিফুল ইসলাম, মো. সোহেল, নজির আহাম্মদ, মো. লিয়াকত, সানোয়ার হোসেন কাশেম, আবুল কালাম, মোকবুল হোসেন, সিরাজুল ইসলাম চুন্নু, রফিকুল ইসলাম আঁকন, মিসবাহ আহমেদ, কাজী মুসা, আল মামুন, শাহীন শিকদার, মশিউর রহমান মশু, রবিউল ইসলাম রুবেল, জিয়া উদ্দীন পাটোয়ারী, আনিসুজ্জামান মজুমদার রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সমাজ,আওয়ামী লীগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
 
ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫, আপডেট ১৬৪০
বিএস/আইএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ