ঢাকা: শিক্ষাতথ্যকে শক্তিশালী করতে, শিক্ষা সেক্টরে ই-গভর্নেন্স চালু এবং আইসিটি বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশের ১২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টার স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়।
এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৭৩ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার দেবে ১০৬ কোটি ১৪ লাখ এবং বাকি ২৬৭ কোটি ১৫ লাখ টাকা দেবে দক্ষিণ কোরিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একনেকের অনুমোদন পাওয়া গেলে চলতি বছরেই প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৫ সালের ডিসেম্বরে তা শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বল্প সময়ে তৃণমুল পর্যায়ে আইসিটি শিক্ষার প্রসার ঘটবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রস্তাবে প্রকল্পটি গত ২০ জুন পিইসির (প্রাক সমীক্ষা কমিটি) সভায় তোলা হলে অনুমোদন দেয় কমিটি। এরপর প্রকল্প প্রস্তাবটি একনেকে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
প্রকল্প প্রস্তাবে বলা হয়, প্রাথমিকভাবে দেশের ১২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের আইসিটি শিক্ষা প্রদানের জন্য আধুনিক আইসিটি প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হবে। প্রতি উপজেলা থেকে ৬ জন শিক্ষককে ব্যানবেইসের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা হবে।
পরবর্তীতে এসব প্রশিক্ষক নিজ নিজ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কম্পিউটার বিজ্ঞানের জন্য মাল্টিমিডিয়া ভিত্তিক কোর্স সংযোজন করা হবে। মালটিমিডিয়া ভিত্তিক কোর্সের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের কোরিয়ায় উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রস্তাবে আরো বলা হয়, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষাক্ষেত্রে আইসিটিকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে। শিক্ষাক্ষেত্রে সার্বিক সেবার গুণগত মানোন্নয়ন এবং ই-গর্ভনেন্স বাস্তবায়নের জন্য প্রকল্পটির বাস্তবায়ন খুবই জরুরি।
বাংলাদেশ সময়: ১১:১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০