ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

বিসিএস ক্যাডারের স্বপ্ন পূরণ হলো না তৌহিদের

মাহমুদুল হাসান, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
বিসিএস ক্যাডারের স্বপ্ন পূরণ হলো না তৌহিদের

ঢাবি: বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের সিঁড়ি বেয়ে বেয়ে পেরুচ্ছিলেন একেকটি ধাপ।

এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় বর্ষ পেরুতে না পেরুতেই ভেঙ্গে গেলো সেই স্বপ্ন। কালো কালো  ধোঁয়া ছাড়া ঘাতক বাস কি নির্মম ভাবেই না ধাক্কা দিলো একটি সবুজ স্বপ্নকে।

যাপিত জীবনে নিত্য সঙ্গী সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার এই দুর্ঘটনা এমন নিষ্ঠুর ভাবেই কেড়ে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী তৌহিদুজ্জামানের সতেজ প্রাণ। শাহবাগের কালো পিচে লাল রক্ত। অঙ্কুরেই বিনষ্ট হলো এক স্বপ্ন।

যে ছেলেটি সবচে নম্র হিসেবে ক্লাসের ছাত্রদের কাছে পরিচিত, হলের বড় ভাইদের শ্রদ্ধা করতো, বন্ধুদের মধ্যে ছিলো বিনয়ী সেই আজ নেই। সবাইকে নোনা অশ্রু জলে ভাসিয়ে চলে গেছে অন্য ভূবনে। যে ভ্রমণে কেবল যাওয়ার রাস্তাই আছে, ফেরার কোন পথ নেই।

মঙ্গলবার মধ্যরাতে বঙ্গবন্ধু হলের যে কক্ষে জামান থাকতো সেটি গিয়ে পাওয়া যায় তালা মারা। রুমমেট সবাই তার লাশের সঙ্গে যাচ্ছে চির বিদায় জানাতে। আশে পাশের রুমের সবাই নিরব-নিথর, শোকাচ্ছন্ন। সবার চোখ-মুখে অশ্রু জল। ছাত্রলীগ আয়োজিত  শোকে দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে নিজেই সবার শোকের উপলক্ষ্য হয়ে উঠবেন কে জনতো!

জামানের ঘনিষ্ঠ বন্ধু পিপাসের সঙ্গে মোবাইল ফোনে বাংলানিউজের বিস্তারিত কথা হয়। বঙ্গবন্ধু হলের ২০৮ নম্বর রুমে দুজন থাকতেন একটি সিটকে ভাগাভাগি করে। বন্ধুর লাশের সঙ্গে তিনি যাচ্ছিলেন গ্রামের বাড়ি।

সাংবাদিক পরিচয় দিয়ে জামানের কথা জানতে চাইলেই কেঁদে ওঠেন পিপাস। কান্না জড়িত আবেগঘন কণ্ঠে বলেন, আমরা দুজন একসাথেই থাকতাম। সকালে জামান রুম থেকে বের হয়। দুপুরের দিকে আমার মোবাইল ফোনে কল করে। কলাভবন এলাকায় নেটওয়ার্কের সমস্যা থাকায় কথা বলতে পারিনি। পরে শুনলাম ছাত্রলীগের প্র্রোগ্রামে গেছে।

তিনি আরও বলেন, বিকেলে আমার মোবাইলে ফয়সাল ফোন করে (দূর্ঘটনা ঘটার সময় জামানের সঙ্গী)। জাসিরিয়াস, শাহবাগে দূর্ঘটনা হয়েছে। ঢাকা মেডিকেলে যেতে বলল।
‘ওই সময়ই আমি ঢামেকের নিওরলজি বিভাগে গেলাম। ঢামেকের আইসিইউ-তে সিট না থাকায় নিয়ে গেলাম ল্যাবএইড হাসপাতালে, কিন্তু সেখানেও আইসিইউ-তে কোন সিট খালি নেই। পরে পাশের গ্রীন লাইফ হসপিটালে নিলাম। সেখানে ডাক্তার আমাকে বললো জামান আর নেই। ’

পিপাস বলেন, জামান মেধাবী ছাত্র ছিলো। বন্ধুদের মধ্যে ছিল সবচে বিনয়ী। বেশ লেখাপড়া করতো, ওর ইচ্ছে ছিলো বি সি এস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিবে হবে। কিন্তু স্বপ্ন পূরণ হলো না।

বঙ্গবন্ধু হলের ২০৭ নম্বর রুমের আবাসির ছাত্র সোহাগ বলেন, জামানের মতো ভদ্র ছেলে হতে পারেনা। সিনিয়রদের খুবই সম্মান করতো।

মঙ্গলবার রাতে জামানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামত পুরের নাসরুল হকের ( জামানের সম্পর্কে চাচা) সাথে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, ‘জামানের বাবা সেন্স লেস হয়ে পড়ে আছেন। সারা বাড়ি জুড়ে কেবলই কান্নার শব্দ। ’
 
ধীরে ধীরে এই কান্নার শব্দ স্তিমিত হয়ে আসবে। পরিবারের সদস্যরা ছাড়া দু’দিন পর সবাই জামানকে ভূলে যাবে। প্রহসনের আইনে হাস্যকর কোন সাজা পাবে ঘাতক ড্রাইভার। বিকারহীন কোন মন্ত্রী হয়তো আউড়াবেন রাস্তার ‘গরু-ছাগল’ তত্ত্ব। রাস্তায় দানবের হাতে চলতে থাকবে বাস- ট্রাকগুলি। এবং এভাবেই ক্ষেত্র প্রস্তুত হবে জামানের মতো আরেকটি দূর্ঘটনার।

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।