ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

মজীনার গুরুত্বপূর্ণ নৈশভোজ

মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
মজীনার গুরুত্বপূর্ণ নৈশভোজ

ঢাকা: বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার নৈশভোজে অংশ নিলেন আ‍াইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও দুদক চেয়ারম্যানসহ বাংলাদেশ সরকার ও সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শনিবার গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ নৈশভোজ হয়।



আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা এম রাজি হাসানসহ বেশ ক’জন দায়িত্বশীল ব্যক্তি এ অনুষ্ঠানে অংশ নেন।

সন্ধ্যা ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় অবস্থান করেন তারা।

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পদ্মাসেতু নিয়ে সরকার ও বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর সম্পর্কের টানাপড়েন ইত্যাদি কারণে এ বৈঠককে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানতে দুদক চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

তবে বৈঠকে উপস্থিত অপর এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন ও মুদ্রা পাচার প্রতিরোধের জন্য গাঠিত বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট(এফআইইউ) নিয়ে আলোচনা হয়েছে। এ ইউনিট সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন ও মুদ্রা পাচার নিয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে এবং প্রতিরোধের জন্য প্রচলিত আইনে ব্যবস্থা নেয়। ১৩টি দেশের সঙ্গে এ ইউনিটের চুক্তি আছে। এ নিয়ে চলতি মাসেই ফ্রান্সে একটি সেমিনার রয়েছে। বৈঠকে এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়। ”

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
জেডএম/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।