ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করবে তরুণরা: অর্থমন্ত্রী

সাইদ আরমান, আদিত্য আরাফাত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করবে তরুণরা: অর্থমন্ত্রী

বইমেলা থেকে: ‘‘শুরুতে আমি একটু সংশয়ে ছিলাম। কারণ, আন্দোলন শেষ হয়ে যায় কি না! কিন্তু তা হয়নি।

আমি এখন আশাবাদী ও অভিভূত। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছে তরুণদের মাঝে। এরা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। ’’

সোমবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বইমেলায় এসে বাংলানিউজের অনুরোধে সাক্ষাৎকার দিতে রাজি হন অর্থমন্ত্রী। সাক্ষাৎকারের শুরুতে সময় প্রকাশনী থেকে এবার মেলায় আসা তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বইয়ে উঠে আসা বিভিন্ন বিষয়ের বর্ণনা দেন।  
সাক্ষাৎকারে উঠে আসে তার যাপিত জীবন, আশি বছর বয়সেও তার ব্যস্ততার নানা বিষয়।

জানুয়ারির ২৫ তারিখ ৮০তে পা দিয়েছেন মুহিত। তবুও ব্যস্ততা তাকে দেয় না অবসর। নেই ক্লান্তির ছাপ। দিন-রাত তুমুল ব্যস্ততায় কাটে তার সময়। ব্যস্ততার মাঝেও তারুণ্যের শাহবাগ আন্দোলন তাকে কাছে টানে। শাহবাগের গণজাগরণ চত্বরে মুখরিত স্লোগান তার কানে ভেসে আসে। তারুণ্য আবার জেগেছে। বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী বলে জানালেন বিশিষ্ট এ অর্থনীতিবিদ ও লেখক আবুল মাল আবদুল মুহিত।
 muhit
বাংলানিউজকে জানালেন, এ পর্যন্ত ২৫টি বই লিখেছেন তিনি। বইয়ের কথার মাঝে আবার ফিরে যান শাহবাগের আন্দোলন নিয়ে। শাহবাগে তখন গণআন্দোলন চলছে। সে আন্দোলনের স্লোগানে যেনো প্রকম্পিত বাংলা একাডেমীর বইমেলা প্রাঙ্গণও। ফিরে যান শাহবাগ আন্দোলনের কথামালায়।

‘‘গণজাগরণের আজ ১৪তম দিন চলছে। শাহবাগের গণআন্দোলনে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে। দেখুন, কোনো হিংস্রতা নেই। শান্তিপূর্ণভাবে এ আন্দোলন চলছে। ’’

বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘আমি সিলেটে গণজাগরণে গিয়েছি। ইতালিতেও প্রবাসীদের গণজাগরণে গিয়েছি। অংশগ্রহণ করেছি। এ দু`জায়গায় গণজাগরণ দেখে মনে পড়লো জনতার মঞ্চের কথা...সেটা ১৯৯৬ সাল। যেটা ছিল প্রেসক্লাবের কাছে...সম্ভবত...যেটাতে খালেদা জিয়ার পতন হয়েছিল। ”

তিনি বলেন, “খালেদা জিয়া জালিয়াতির নির্বাচন করার পরই এমন মঞ্চ হয়। সে মঞ্চে আমি প্রতিদিনই যেতাম। বক্তৃতা দিতাম। তখন কিন্তু আমি কোনো দলের হয়ে যাইনি। আমি নির্দলীয় ব্যক্তি তখন। আজ এ গণজাগরণ দেখে আমার সেদিনের কথা মনে পড়ছে। ’’

প্রসঙ্গত, গত বছর বইমেলায় এমন ব্যস্ততার মধ্যেও বাংলানিউজকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রীর দেওয়া সাক্ষাৎকারের বাকি অংশ প্রকাশিত হবে মঙ্গলবার
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এডিএ/এসএআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।