ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

রাজধানীর যানজট নিরসনে স্কুলবাস প্রকল্পের উদ্বোধন

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
রাজধানীর যানজট নিরসনে স্কুলবাস প্রকল্পের উদ্বোধন

ঢাকা: রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়িতে যাতায়াতের কারণে সৃষ্ট যানজট কমাতে বিআরটিসির বিশেষ স্কুল বাস প্রকল্পের উদ্বোধন হচ্ছে শনিবার। এদিন সকালে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বাস প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।



প্রাথমিক পর্যায়ে ১৪টি বাস মিরপুর ১২ থেকে আজিমপুর পর্যন্ত ১০ মিনিট পরপর শিক্ষার্থী পরিবহন করবে। সকাল ৬টা থেকে শুরু হয়ে ৩৩টি স্টপেজের ওই রুটের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৫০ পয়সা। বাসগুলো বিশেষ ধরনের হুইসেল বাজিয়ে সড়কে চলবে, যা ট্রাফিক সিগন্যালে কর্মরত পুলিশ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবে।  

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিশেষ স্কুল বাসের ওই প্রকল্প সম্পর্কে বলেন, ‘রাজধানীর স্কুলগুলোকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া যানজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ সফল হলে পরবর্তীতে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ বাস সার্ভিস চালু করা হবে। ’

শিক্ষার্থী ও অভিভাবকদের ওই বাস সার্ভিসের সেবা গ্রহণ করার জন্যও আহ্বান জানান যোগাযোগমন্ত্রী।

তিনি বলেন, ‘বাস সার্ভিস সফল করতে ট্রাফিক বিভাগেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ মে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছিলেন বলেও উল্লেখ করেন যোগাযোগমন্ত্রী।

বাস সার্ভিস পরিচালনা কমিটির আহবায়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মজিবুর রহমান জানান, ‘বাস রুটের স্টপেজগুলোতে ‘স্কুলবাস থামবে’ লেখা বোর্ড এরইমধ্যে স্থাপন করা হয়েছে। ’

বাসের ভাড়া সম্পর্কে যুগ্ম-সচিব বলেন, ‘প্রতি কিলোমিটার এক টাকা ৫০ পয়সা হারে আজিমপুর থেকে সাইন্সল্যাব ৫ টাকা, আসাদগেইট ৮ টাকা, কল্যাণপুর ১০ টাকা, টেকনিক্যাল ১১ টাকা, মিরপুর-১ ও ২ নম্বর ১৪ টাকা, মিরপুর-১০ নম্বর ১৫ টাকা, পল্লবী ১৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ’

এই রুটের ৩১টি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে শিক্ষার্থীদের ওই বাস সম্পর্কে জানানো হয়েছে বলেও জানান তিনি।

যুগ্ম-সচিব আরও জানান, ‘প্রতিদিন টিকেট কাটার ঝামেলা থেকে বাঁচতে প্রাথমিকভাবে ছয় মাস মেয়াদের প্রায় দেড় হাজার টিকিট ছাপিয়েছে বিআরটিসি।

বাস সার্ভিসের পল্লবী থেকে শুরু হওয়া স্টপেজগুলো হলো: পল্লবী বাসস্ট্যান্ড (বিআরটিসির বাস ডিপোর সামনে), মিরপুর-১১ ন¤¦র বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে, মিরপুর-১০ ন¤¦র ডায়াবেটিক হাসপাতালের সামনে, মিরপুর ২নং ইউসেপ স্কুলের সামনে, দারুস সালাম রোড পাইকপাড়া মডেল একাডেমির সামনে, কল্যাণপুর মিজান টাওয়ার সংলগ্ন যাত্রী ছাউনি, শ্যামলী বাস স্ট্যান্ড, কলেজ গেইট বাস স্ট্যান্ড, আসাদ গেইট, ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ওভারব্রিজ, সোবহানবাগ হোটেল নিদমহলের পাশে, কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে, ঢাকা কলেজের বিপরীতে নি’ওয়েজ পেট্রোল পাম্পের সামনে, গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে এবং আজিমপুর ব্যানবেইসের পাশে।

আজিমপুর থেকে পল্লবী যাওয়ার স্টপেজগুলো হলো: আজিমপুর ব্যানবেইসের সামনে, সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে, আজিমপুর কমিউনিটি সেন্টার, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সামনে, ধানমণ্ডি ৮ নম্বর সড়কের মুখে ধানমন্ডি কাব মাঠের কাছে, সোবাহানবাগ সরকারি ই-টাইপ কলোনির উল্টোদিকে খাজানার পাশে, সানরাইজ প্লাজার কাছাকাছি, আসাদ গেইট যাত্রী ছাউনি, রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে, শ্যামলী ওভারব্রিজ, কল্যাণপুর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার, দারুস সালাম রোড টোলারবাগ আবাসিক এলাকা, পাইকপাড়া আনসার ক্যাম্প, মিরপুর-১০নং থেকে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনে যাত্রী ছাউনি, মিরপুর-১ বাংলা মার্কেটের সামনে, মিরপুর-২ বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে, মিরপুর-১১ নং বাংলা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এবং পল্লবী বিআরটিসি বাস ডিপো।

বাস সার্ভিসের প্রতি ইতিবাচক আগ্রহ দেখিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে অগ্রিম টিকেট সংগ্রহ করেছে।

এসব স্কুলের মধ্যে রয়েছে ভিকারুন্নিসা নুন স্কুল ধানমন্ডি শাখা, ভিকারুন্নিসা নুন স্কুল আজিমপুর শাখা, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মনিপুর উচ্চ বিদ্যালয়, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, মিরপুর বিএডিসি উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া মডেল একাডেমি, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি কলেজ, ওয়াইডব্লিওসিএ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজধানী উচ্চ বিদ্যালয়, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল, পল্লবী ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, সাইন্স ল্যাবরেটরি বিসিএসআইআর হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।