ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

ফিরতে শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
ফিরতে শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছেন। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪২৯ পয়েন্ট বেড়ে যায়।



একইসঙ্গে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এবং ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় শতাধিক কোম্পানির শেয়ারের লেনদেন সারাদিন হল্টেড থাকে।

বাজারের এ অবস্থাতে স্বাভাবিক হিসেবেই মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি মো. শাকিল রিজভী। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বাংলানিউজকে বলেন, ‘বাজার স্বাভাবিক আচরণ করছে। ’ তার দাবি,‘বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। আর্থিক লেনদেন মঙ্গলবার অনেক কমে গেলও বুধবার আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। ’  ডিএসই সভাপতি আরও বলেন, আমি আশা করছি বৃহস্পতিবার লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।     

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট, সিরামিকস, আইটি এবং সেবা ও আবাসন খাতের সব শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৮টির কমেছে ২৫টির এবং ৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৫৮ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৮০ দশমিক ০১ পয়েন্টে উন্নীত হয়। এদিন আর্থিক লেনদেনের পরিমাণ ৫৮৭ কোটি ৫৯ লাখ টাকা। এটি আগের দিনের চেয়ে প্রায় ৩৮১ কোটি টাকা বেশি। গত দুইদিনে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছে ৯৫২ পয়েন্ট।

অন্যদিকে এদিন চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সে সঙ্গে বেড়েছে সূচক ও আর্থিক লেনদেন। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৭৪ টি শেয়ারের দাম বেড়েছে। কমেছে মাত্র ১৩টির এবং ১০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে আর্থিক লেনদেনের পরিমান ১০৯ কোটি ৮ লাখ টাকা। এটি আগের দিনের চেয়ে প্রায় ৫৭ কোটি টাকা বেশি।

বুধবার বিভিন্ন ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।   বাজারে বড় ধরনের দরপতনের কারণে লোকসানে থাকায় শেয়ার বিক্রি করছেন না বলে জানান বিনিয়োগকারীরা।

বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।