ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

যুক্তরাষ্ট্র কেন তার দুই নোবেলজয়ীকে কারাদণ্ড দিল?

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
যুক্তরাষ্ট্র কেন তার দুই নোবেলজয়ীকে কারাদণ্ড দিল?

ঢাকা: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেইক বাংলাদেশে কেন এলেন? মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের কাছ থেকে কি লিবিয়ায় আক্রমণের সমর্থন আদায় করতে? নাকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এজেন্ডা বাস্তবায়ন করতে?

রবার্ট ব্লেক সরাসরি বলেন, ড. ইউনূস ইস্যু যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে! উপস্থিত সাংবাদিকরা তার এ কথায় স্তম্ভিত, চুপ হয়ে যায়। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর মুখে এ কথা!

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক হানিফ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে (বিচারাধানী ড. ইউনূস ইস্যু) কিছু মার্কিন কর্মকর্তার হস্তক্ষেপ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের হতাশার কথা প্রকাশ করেন।



গত মঙ্গলবার তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশে আহ্বান রেখে বলেন, সময় এসেছে মাতৃভূমির স্বার্থে একতাবদ্ধ হয়ে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। তিনি সুশীল সমাজের কতিপয় ব্যক্তির বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, যারা ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের সুরে কথা বলেন।

হানিফ পরিষ্কার গলায় বলেন, কাউকেই বাংলাদেশের আইন-কানুনের ওপর হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হবে না। আর ড. ইউনূস ইস্যুটিও দেশের বিদ্যমান আইন-আদালতের মাধ্যমে সমাধান করা হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের একটি বৈঠকে এসব কথা বলেন।

মাহমুদুর হক হানিফ এমন প্রশ্নও তোলেন, নোবেলজয়ী হিসেবে ড. ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্র অতিমাত্রায় উদ্বেগ প্রকাশ করল, তাহলে তারাই বা কেন তাদের দেশের দুই নোবেলজয়ীকে কারাদন্ড দিল?

১৯৭৬ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পাওয়া ড. বারুচ এস. ব্লুমবার্গ ও ড. কার্লেটন গাজুসেকের কথা বলেন হানিফ। তারা দুজনই এক বছরের বেশি সময় আগে ছোটখাট অপরাধে যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যান। ড. ইউনূস ইস্যুতে তিনি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিকে প্রশ্নবিদ্ধ করেন।

জাতীয় কোনো সংকটে ড. ইউনূসের বিন্দুমাত্র অবদান নেই বলেও তিনি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।