ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

আমি এখন কারও জন্য রাজনৈতিক হুমকি নই: ইউনূস

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১
আমি এখন কারও জন্য রাজনৈতিক হুমকি নই: ইউনূস

ঢাকা: নির্ধারিত বয়সের বেশি হয়ে যাওয়ায় ব্যাংক বিধিমালা অনুযায়ী গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারিত ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি এখন কারো জন্যই রাজনৈতিক হুমকি নন; এমনকি তার এখন কোনো রাজনৈতিক অভিলাষও নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস এ কথা বলেন।



সাক্ষাৎকার গ্রহণকারী ওয়াল স্ট্রিট জার্নালের বিশেষ প্রতিনিধি টম রাইট শুক্রবার বাংলানিউজকে জানান, নয়াদিল্লি থেকে ই-মেইলে এটি নেওয়া হয়। তিনি বাংলানিউজের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি অনুবাদ করে প্রকাশের অনুমোদন দেন।

সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘আমি অনেকবারই বলেছি, আমার এখন কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখবেন না। ’  

তিনি বলেন, ‘আমি শুধু শেখ হাসিনাই নয়, কারও জন্য আর রাজনৈতিক হুমকি নই। ’

ইউনূস বলেন, ‘যদি আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো ইস্যু থাকে, অথবা গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনার বিষয় নিয়ে কোনো ব্যাপার থাকে, তবে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারলে সম্মানিত বোধ করবো। ’

গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের ২৫ ভাগ শেয়ার থাকার কথা উল্লেখ করে ইউনূস বলেন, ‘দারিদ্র্যবিমোচনে ব্যাংকটির জন্মলগ্ন থেকেই সরকার শক্তিশালী ভূমিকা পালন করছে’

তিনি আরও বলেন, ‘ব্যাংকটিতে আমার ব্যবস্থাপনা পদে থাকা নিয়ে সৃষ্ট বর্তমান সংকট কেন সুন্দরভাবে সমাধান করা গেল না, তা আমি জানি না। ’

গ্রামীণব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক পদে ‘ইউনূসের উত্তরসূরি না তৈরি করা’ এবং ব্যাংকটি থেকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিদায় বিষয়ক প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংক আইনী কাঠামো অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে থাকে। ’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, কিছু উচ্চ-পদস্থ কর্মকর্তা ব্যাংকটি ছেড়েছেন, কাউকে অগ্রিম অবসর দেওয়া হয়েছে, কিন্তু এসব খুবই সাধারণ প্রক্রিয়া। তবে এরপরও গ্রামীণ ব্যাংকে অনেক কর্মকর্তাই আছেন, যারা এর নেতৃত্বে আসতে পারেন। ’

বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ নিম্ন আয়ের পল্লী নারীদের নিয়েই ইউনূস এখন বেশি চিন্তাগ্রস্ত বলে সাক্ষাৎকারে দাবি করে বলেন, ‘ব্যাংকের ঋণগ্রহীতারাই এর মূলশক্তি। ’  

ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ২ মার্চ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের পর তিনি কঠিন সময় অতিবাহিত করছেন।

তারা আরও উল্লেখ করেছে, ‘গ্রামীণ থেকে অপসারণের প্রক্রিয়ায় ইউনূসের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাগের বহি:প্রকাশ। তিনি তাকে রক্তচোষা হিসেবেও অভিহিত করেন। ’  

গ্রামীণ ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ইউনূসকে চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের প্রস্তাবও ইউনূসের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।