ঢাকা: ‘বাংলাদেশের প্রতিটি মানুষ এখন একটি করে ‘ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি’র মালিক হওয়ার আশা করতেই পারেন। কারণ তাহলে তারা সম্পদশালী হয়ে উঠতে পারবেন।
তিনি বলেন, ‘অবস্থা এখন এমন হয়েছে যে, বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে মোনাজাত করবেন যেন তাদের সবাইকে আল্লাহ একটি করে ‘ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি’ দেন। কারণ এই ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে যেভাবে সম্পদ বের হচ্ছে তা দেখে হতবাক হওয়া ছাড়া উপায় নেই। ’
তিনি বলেন, ‘এই স্যুটকেস থেকে এখন আশুলিয়ায় জমি বের হচ্ছে, ভাঙা স্যুটকেস দেখিয়ে ক্যান্টনমেন্টে কয়েক একর জমি বরাদ্দ, গুলশানে ১২৮ কাঠা জমি বরাদ্দ পাওয়া যায়, ভাঙা স্যুটকেস থেকে বড় বড় জাহাজ বের হয়, বড় বড় শিল্প কারখানা বের হয়। ’
ঋণ-সহায়তা চুক্তির বিরোধিতা করাকে ‘ভাঙা ক্যাসেট’ বাজানো বলে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অহেতুক ভারত বিরোধিতা করার মধ্যে বিএনপির রাজনীতি আটকে গেছে। সুন্দর শাড়ি পড়ে, ভারত থেকে আসা গরু খেয়ে ভারত বিরোধিতা করাই এখন মূলত বিএনপির রাজনীতি। ’
ভারতের সঙ্গে করা ১শ কোটি ডলারের ঋণ সহযোগিতা চুক্তি নিয়ে বিএনপি ও চারদলীয় জোটের ‘মাঠ গরম করার রাজনীতিরও’ কঠোর সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ঋণ-সহায়তা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বিএনপি-জামায়াত বিরোধিতায় মুখর হয়ে উঠলেও নিজেরা যে প্রতিবেশীর কাছ থেকে সাড়ে চার শতাংশ সুদে ফেরতযোগ্য ঋণ নিয়েছিলেন সেটি এখন তারা ভুলে গেছেন। ’
হাছান মাহমুদ বলেন, ‘আমরা যদি পেছন ফিরে তাকাই তবে দেখবো ১৯৯১-৯৬ সালে তৎকালীন বিএনপি সরকার সাড়ে চার শতাংশ সুদে চীন থেকে ১০৯ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। ওই ঋণ ১৭ বছরে সুদসহ পরিশোধ করতে হয়। বড় পুকুরিয়া কয়লাখনির উন্নয়নের জন্য সেই ঋণ নেওয়া হয়েছিল। ’
তিনি বলেন, ‘মজার বিষয় হলো, কয়েক মাস আগে জননেত্রী শেখ হাসিনার সরকারও ইসলামী উন্নয়ন ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে ঋণ নেয়। এ ঋণ নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির উন্নয়ন ও সমুদ্র তীরবর্তী জেটি থেকে রিফাইনারি পর্যন্ত পাইপ লাইন বসানোর কাজে। ’
হাছান মাহমুদ প্রশ্ন করেন, ‘এনিয়ে তো বিএনপি কোনো কথা বলেনি। কারণ বিএনপি জানে, ঋণ সহায়তা নিতে গেলে এভাবেই সুদ দিতে হয়। সে হিসেবে বরং ভারত থেকে অনেক নমনীয় সুদেই ঋণ পাওয়া গেছে। ’
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কয়েক মাস দায়িত্ব পালনকারী হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বায়নের এ যুগে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও সহযোগিতার মধ্য দিয়ে দু’পক্ষই উপকৃত হয়। বার্লিন প্রাচীর ছিল এক সময় বিভীষিকার প্রাচীর। দুই জার্মানির মধ্যে বিভেদের সেই প্রাচীর ভেঙ্গে ফেলার পর প্রাচীরের দু’দিকেই উন্নয়নের অভূতপূর্ব ছোঁয়া লেগেছে। ’
তিনি বলেন, ‘আসিয়ানের মাধ্যমে পূর্ব এশিয়ার দেশগুলো অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশগুলোও সার্ককে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে। এজন্য প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে সংযোগ ও যোগাযোগ বাড়ানো। ’
ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমরা ‘পলিটিক্স অব ডিনাইং’য়ের পরিবর্তে আমরা ‘পলিটিক্স অব অ্যাকোমোডেশন’ শুরু করেছি। এজন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের প্রথম অধিবেশনের মধ্যেই সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে। কমিটিগুলোকে গতিশীলভাবে কাজ করতে বিরোধীদলের সদস্যদের বেশ ক’টি কমিটির সভাপতি করা হয়েছে। ’
পরিবেশ সুরক্ষার ব্যাপারে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পরিবেশ-আদালত গত জুলাই মাসে ১১ দিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করেছে। এসময় বর্জ্য শোধনের ইটিপি না থাকায় ৫টি কারখানাকে সিলগালা করে দেওয়া হয়। তার আশা, পরিবেশ আদালত আইন সংশোধন করা গেলে পরিবেশ সংরক্ষণে সরকার আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৯ আগস্ট ২০১০