ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

এজেন্ট ব্যাংকিংয়ে কৃষি ঋণ বিতরণ করবে রূপালী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
এজেন্ট ব্যাংকিংয়ে কৃষি ঋণ বিতরণ করবে রূপালী ব্যাংক

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করবে। ব্যাংকটি পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম হাতে নিয়েছে।

 

এই কার্যক্রমের আওতায় প্রথমাবস্থায় ঢাকা ও পাশ্ববর্তী অঞ্চলের শাখার মাধ্যমে ও পরবর্তীতে সারাদেশেই ঋণ বিতরণ চালু করবে ব্যাংকটি।

রূপালী ব্যাংকের এজেন্ট হিসেবে আনসার ভিডিপি উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাংক এই ঋণ বিতরণ করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ীই এ প্রকল্পের আওতায় ৩শ’ কোটি টাকা ঋণ বিতরণ করবে রূপালী ব্যাংক।

বৃহস্পতিবার (০৪ আগস্ট)  রূপালী ব্যাংকের কৃষি ও পল্লীঋণ বিভাগের ঋণ বিতরণ, আদায় এবং এ বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবাশীষ চক্রবর্ত্তী এসব কথা বলেন।

দেবাশীষ চক্রবর্ত্তী আরও বলেন, কৃষি ঋণ সহজে আদায় করা যায়। পাশাপাশি এটি লাভজনকও। তাই ব্যাংকের উন্নয়নে কৃষি ঋণ বিতরণের কোনো বিকল্প নেই। রূপালী ব্যাংকের  শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা হবে। যাতে খেলাপি ঋণ দ্রুত আদায় করা সম্ভব হয়।  

এ সময় কৃষি ও পল্লী ঋণ বিভাগের মহাব্যবস্থাপক একেএম শামসুদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসই/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।