ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জুড়ীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
জুড়ীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের মচু মিয়া রাস্তা থেকে বানরটি উদ্ধার করেন।



এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দ্বহপাড়া গ্রামের সঞ্জিদ আলীর ছেলে মচু মিয়া বাড়ি ফেরার সময় বানরটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। তিনি বানরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে রোববার সকাল থেকে আশপাশের লোকজন ওই প্রাণীটি এক নজর দেখতে মচু মিয়ার বাড়িতে ভিড় জমাতে শুরু করে।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুউদ্দিন আহমদ বাংলানিউজকে জানান, খাদ্যাভাব দেখা দেওয়ায় এসব প্রাণী লোকালয়ে চলে আসছে।

বিরল প্রজাতির এই লজ্জাবতী বানরকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।