ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে আর্থকেয়ার ক্লাব’র ‘গ্রিন এক্সপো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
প্রতিষ্ঠাবার্ষিকীতে আর্থকেয়ার ক্লাব’র ‘গ্রিন এক্সপো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটির পরিবেশবাদী সংগঠন ‘আর্থকেয়ার ক্লাব’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি এনভায়রনমেন্টের সহযোগিতায় ‘গ্রিন এক্সপো ২০১৪’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।



দিনের শুরুতেই ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী পরিবেশ মেলার উদ্বোধন করেন। এসময় তিনি গাছের পরিচর্যার মাধ্যমে ক্লাব সদস্যদের পরিবেশ রক্ষায় কাজ করতে উৎসাহিত করেন।

দিনব্যাপী পরিবেশ মেলায় অংশগ্রহণ করে সবুজপাতা, ডব্লিউবিবি ট্রাস্ট, সুইচ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বিডি এনভায়রনমেন্ট।

ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান এবং আর্থকেয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ হোসেন এবং সহকারী অধ্যাপক ও ক্লাব সমন্বয়ক ফারহানা খানের নেতৃত্বে ক্যাম্পাসসহ ধানমণ্ডি আবাসিক এলাকার রাস্তা পরিষ্কার এবং গাছ থেকে বিজ্ঞাপন অপসারণ করা হয়।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ধানমন্ডি ৫,৬,৭ নাম্বার রাস্তাজুড়ে চলে এই পরিচ্ছন্নতা কাযর্ক্রম।

সবশেষে পরিবেশ বিষয়ক নিউজ ফুটেজ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা, পরিবেশ বিষয়ক নাটিকা, গ্রিন টক এবং ক্লাবের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

ক্লাব সভাপতি রাজীব চন্দ্র পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এবং প্যানেল স্পিকার হিসেবে পরিবেশকর্মী ও আর্থকেয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা রাজীব লোচন দাস, চ্যানেল ২৪ এর বিশেষ প্রতিনিধি শাহেদ আলম এবং স্থপতি ইকবাল হাবিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ বিষয়ক নিউজ পোর্টাল বিডি এনভায়রনমেন্টের এডিটর ইন চিফ মো. আশরাফুল আলম। ক্লাবের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে সঙ্গে থেকে উৎসাহিত করেন ক্লাবের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক আবু মো. আব্দুল্লাহ।

পরিবেশ বিপর্যয়ে মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় প্রকৃতিনির্ভর উপায় উদ্ভাবন, সমাজ ও তরুণদের সচেতন করার লক্ষ্যে ২০১১ সালের ১৫ নভেম্বর প্রতিষ্ঠিত হয় আর্থকেয়ার ক্লাব। ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় চার শতাধিক।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।