ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিশ্ব উষ্ণায়নে বাড়ছে ফুলের সুবাস!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
বিশ্ব উষ্ণায়নে বাড়ছে ফুলের সুবাস!

ঢাকা: বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও আমাদের চারপাশে কিছুটা ইতিবাচক পরিবর্তনও লক্ষ্য করছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, উষ্ণ আবহাওয়ায় জন্মানো ফুল তুলনামূলক বেশি গন্ধ ছড়ায়।

যে কারণে বিশ্ব উষ্ণায়নে ফুলের গন্ধ তুলনামূলক মিষ্টি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, কিছু কিছু ফুল স্বাভাবিক অবস্থার তুলনায় নয়গুণ পর্যন্ত বেশি সুগন্ধ ছড়াচ্ছে। ১ ডিগ্রি সে. (৩৪ ফা.) থেকে ৫ ডিগ্রি সে. (৪১ ফা.) তাপমাত্রা বৃদ্ধি ফুলের গন্ধ উৎপাদন ক্ষমতা অনেকগুণে বাড়িয়ে দেয়।

সম্প্রতি গ্লোবাল চেঞ্জ বায়োলজি জার্নালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, যে কেমিকেলের উপস্থিতিতে ফুলের গন্ধ ছড়ায়, উষ্ণ আবহাওয়ায় গাছের সেই কেমিকেল উৎপাদনের ক্ষমতা বেড়ে যায়।

যদিও জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ফুলের গন্ধ বাড়ায় মৌমাছি এবং ওই জাতীয় কীট-পতঙ্গ উপকার পাচ্ছে, একইসঙ্গে পরাগায়ন বাড়ছে। মূলত যুক্তরাজ্যের মতো শীত প্রধান দেশগুলোতে ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে জলবায়ু পরিবর্তন।

যুক্তরাজ্যের রয়েল হর্টিকালচারাল সোসাইটি (আরএইচএস) এর চিফ হর্টিকালচারাল অ্যাডভাইসার গাই বার্টার বলেন, কম সুবাসযুক্ত ফুলের ক্ষেত্রে বিষয়টি খুবই ইতিবাচক। আমরা কেবল জলবায়ু পরিবর্তনে বিশ্ব উষ্ণায়ণ এবং সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি নিয়েই ভেবেছি। কিন্তু এ দিকটি একেবারেই ভাবা হয়নি।

গত বছর বিশেষজ্ঞরা জানান, গত ৫০ বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে প্রায় ০.৫ সেলসিয়াস। আগামী শতাব্দীতে এই মাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, বন্যা, নতুন ধরনের মহামারি এবং প্রাণীকূলের বাসস্থান পরিবর্তন করতে হবে।

বার্সেলোনার অটোনোমাস ইউনিভার্সিটির গবেষকরাও গবেষকদের মতামতের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।