ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাড়ছে শীত...

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
বাড়ছে শীত... ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুয়াশা কমলেও গত দুই-তিন দিনের তুলনায় শুক্রবার (১২ ডিসেম্বর) শীতের দাপট বেড়েছে। এরইমধ্যে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার জনপদে কাবু করে বসেছে শীত।



শুক্রবার ঈশ্বরদীতে এ মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড (১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস) করা হয়েছিল।

তবে অগ্রহায়ণের শেষ দিকে রাজধানীতেও চেপে বসেছে শীত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
pic_1
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শৈত্যপ্রবাহের কারণে কুয়াশা কমে গেছে। তবে কুয়াশা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
pic_2
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসকারী ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়ছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।