ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ডানা গুটালেই মরা পাতা!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
ডানা গুটালেই মরা পাতা! ছবি: সংগৃহীত

ঢাকা: ডেড লিফ বাটারফ্লাই! ওয়াকলিফ বাটারফ্লাই নামেও পরিচিতি রয়েছে। তবে এরা ডানা গুটিয়ে গাছে বসলেই মরা পাতার রূপ নেয়, আর ডানা মেললেই বেড়িয়ে আসে আসল রূপ।



সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে ডেড লিফ বাটারফ্লাইয়ের বিভিন্ন তথ্য উঠে ‍এসেছে।

১৮০০ সালে পরিবেশবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস দক্ষিণ এশিয়া থেকে কাল্লিমা প্রজাপতি সংগ্রহ করে একটি গবেষণা শুরু করেন।

ওই গবেষণা প্রতিবেদনে তিনি বলেন, মূলত ক্ষুধার্ত পাখিদের হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণ করে এ প্রজাতির প্রজাপতিটি। তবে পরবর্তীতে ১৯৪০ সালে মার্কিন গবেষক রিচার্ড গোল্ডচমিট এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন।

অনেকেই মনে করেন, প্রজাপতিটি ডানা গুটিয়ে নিলে এর শিরা-ধমনীতে রক্ত সঞ্চালন কমে যায়, এজন্য স্বাভাবিকভাবেই তার ডানার রঙ পাল্টে যায়।

সম্প্রতি এক জাপানি বিজ্ঞানী বলছেন, মরা পাতার রূপ নেওয়ার আগে কাল্লিমা প্রজাপতি চারটি ভিন্ন রূপে ছদ্মবেশ নেয়।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিভারপুল’স ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটিভ বায়োলজি-এর গবেষক মাইক স্পিড বলেন, একেবারে পাতার মতো না হলেও মরা পাতার সঙ্গে মিল থাকায় শিকারি প্রাণীর দৃষ্টি এড়িয়ে যায়।

বাংলাদেশে সময়: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।