ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুন্দরবনে শনির দশা চলছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
সুন্দরবনে শনির দশা চলছে! ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুন্দরবনে এখন শনির দশা চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলাম লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ।

সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রাকৃতিক কিংবা রাজনৈতিক দুর্যোগ নয়।

এটি মানুষের সৃষ্টি দুর্যোগ।

বৃহস্পতিবার দুপুরে (১৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘শ্যালা নদীতে তেল ট্যাঙ্কার দুর্ঘটনা: বিপর্যস্ত সুন্দরবনের পরিবেশ, বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, একলাখ বছরে গড়ে ওঠা সুন্দরবনকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না।

তিনি এ সময় সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে। এখন দেখছি, সুন্দরবন ধ্বংস হচ্ছে।

সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করে এই কলাম লেখক বলেন, দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ চাই। নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই। তবে সুন্দরবনের বিনিময়ে উন্নয়ন চাই না।

সুন্দরবনে ট্যাঙ্কার ডুবির ঘটনাকে গত ৫০ বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দুর্যোগ উল্লেখ করে তিনি বলেন, ৭০-এর গোর্কি’র পর এটি বড় দুর্যোগ।

সুন্দরবনের বিদ্যমান সমস্যা সমাধানে নাগরিক সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বসে বা জাতীয় সংলাপের আয়োজন করে করণীয় ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানান সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, চিকিৎসার জন্য আমরা বিদেশে যেতে পারি। অথচ এত বড় বিপর্যয়ে আমরা বিদেশিদের সহযোগিতা নিচ্ছি না। বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নিলে বেঈজ্জতের কিছু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।