ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গুলশান লেক পরিচ্ছন্নতায় ইবিএল-গুলশান সোসাইটি

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
গুলশান লেক পরিচ্ছন্নতায় ইবিএল-গুলশান সোসাইটি

ঢাকা: রাজধানীর গুলশান লেক পরিষ্কার রাখার যৌথ উদ্যোগ হাতে নিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং গুলশান সোসাইটি।

শনিবার (০৪ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান লেকের পরিচ্ছন্নতা বজায় রাখতে ইবিএল ও গুলশান সোসাইটির নেওয়া এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গুলশান ক্লাবের সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।