ঢাকা: মরাল বলতেই তো চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা বা লালচে কমলা পালকে মোড়ানো সুন্দর এক পাখি। টলমলে জলের ওপর নিপুণ ভঙ্গিতে পা ফেলে খুঁজে বেড়াচ্ছে কোনো ছোট মাছ।
কিন্তু একি! এতগুলো ধবধবে সাদা মরালের মাঝে এ কোন নতুন অতিথি! সবার মাঝে দৃষ্টি কাড়ছে সে নিজেই। কে এই আগুন্তুক?
দেখতে তো অন্য মরাল পাখির মতোই। হ্যাঁ, আপনার ধারণা ভুল নয়। এটা সত্যিই মরাল। বলতে পারেন বিশ্বের একমাত্র কালো রঙের মরালকেই আপনি এই ছবিটিতে দেখতে পাচ্ছেন। আপাতত বিশেষজ্ঞরা মনে করছেন এটাই।
সাইপ্রাসের অদ্ভুত সব পাখির তোলা ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। মরাল সাধারণত সাদা-গোলাপির সংমিশ্রণ বা লালচে কমলা রঙের হয়। তবে কৃষ্ণকায় এই মরালটি জন্মগতভাবেই বিরল রং পেয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এখন পর্যন্ত কোনো আলোকচিত্রীর ক্যামেরাতেই কালো মরাল ধরা পড়েনি। তাই ইসরায়েলের প্রকৃতিপ্রেমিকদের ধারণা এটিই বিশ্বের একমাত্র কালো মরাল।
ছবিটি আজিয়ান সাগরের উত্তর উপকূলের সান্তোরিনি দ্বীপের আক্রোতিরির ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের লবণাক্ত হ্রদ থেকে তোলা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এএ