ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনের বৃক্ষমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনের বৃক্ষমেলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনের বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ চত্বরে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মানব জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বৃক্ষ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকার অতুলনীয়। তবে বর্তমান আধুনিক সভ্যতার প্রভাবের ফলে সর্বত্রই বৃক্ষ নিধন চলছে। যা গোটা বিশ্বের জন্যই উদ্বেগজনক। তাই বর্তমান সরকার বাংলাদেশকে সবুজ শ্যামলে ভরপুর করতে বৃক্ষরোপণের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।  

অতিথিরা মেলায় প্রদর্শিত ফলদ ও বনজ বৃক্ষের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  

প্রসঙ্গত, জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ২৩ জুলাই থেকে ০১ আগস্ট পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।