ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কর্পোরেট কর্নার

চাষাড়ায় মেহেদী মার্টের তৃতীয় আউটলেট উদ্বোধন

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
চাষাড়ায় মেহেদী মার্টের তৃতীয় আউটলেট উদ্বোধন

নারায়ণগঞ্জের চাষাড়ায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেহেদী মার্টের তৃতীয় আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় শহরের বিএসবিএল কমার্শিয়াল কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে একযুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রংধনু গ্রুপ। বর্তমানে রংধনু বিল্ডার্স, রংধনু এগ্রো, আরজি লাইফস্টাইল, মেহেদী ফুডকোর্ট, সুপারশপ-বাজার সারাবেলা, আরজি মিডিয়া লিমিটেডসহ আইটি, জ্বালানি ও ব্যাংকিং খাতে বিনিয়োগ করছে গ্রুপটি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার মানুষ কাজ করছেন। আগামী দিনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান করতে চায় রংধনু গ্রুপ।

বাংলা‌দেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।