ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে কোচিংয়ের দায়িত্বে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের হয়ে দায়িত্ব পালন করবেন তিনি।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বে জিম্বাবুয়েতে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হবে স্যামির প্রথম। আর ভারতের বিপক্ষে ঘরের মাঠে আগামী জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে কোলির প্রথম।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন স্যামি। ২০১২ ও ২০১৬ আসরে তার নেতৃত্বে দল জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্রাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরইউ
?BREAKING NEWS?
— Windies Cricket (@windiescricket) May 12, 2023
Daren Sammy & Andre Coley announced as the newly appointed WI Men's Head Coaches.
Read More⬇️ https://t.co/C3D6Q3alZm