ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কষ্ট করতে করতে ‘কেষ্ট’র আশায় লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
কষ্ট করতে করতে ‘কেষ্ট’র আশায় লিটন

‘কঠিন প্রশ্ন ভাই!’— লিটন দাসের জবাবটা ছিল এমন। আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্ব বেড়েছে অনেক।

কিন্তু এই জায়গাতে বাংলাদেশের আশানুরূপ উন্নতি নেই। সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে উন্নতির ছাপ থাকলেও গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ভালো কাটেনি টাইগারদের। সেই ফিল্ডিং নিয়ে প্রশ্নটা তাই কঠিনই লাগল অধিনায়ক লিটনের কাছে।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে (২০২১-২৩) বাংলাদেশ মোট ১২টি ম্যাচ খেলে। এই ম্যাচগুলোতে আসা ৬১টি ক্যাচের মধ্যে ফিল্ডাররা নিয়েছেন ৪০টি ক্যাচ। প্রায় ৩৪ শতাংশ ক্যাচই নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা, ৯ দলের মধ্যে এটিই সর্বনিম্ন। এই সময়ে সবচেয়ে বেশি ৮৫ শতাংশ ক্যাচ নেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা।  

এ নিয়ে প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘কঠিন প্রশ্ন ভাই। এতো এতো জ্ঞান আপনাদের কাছে। আমি আসলে এগুলো নিয়ে কোনো চিন্তিতই নই। ভালো ক্যাচ নিচ্ছে না আমাদের ফিল্ডাররা? একটা ক্যাচ মিস হতেই পারে। ’ এরপর লিটনকে জানানো হয়, সবার ভেতর বাংলাদেশই আছে সবার নিচে।  

এরপর লিটন বলেন, ‘আপনি যখন নিয়মিত ক্যাচ মিস করছেন, আস্তে আস্তে দিন দিন পেছনের দিকে যাচ্ছেন। যে জায়গায় হয়তো কেউ একটা-দুইটা উইকেট আগে নিতে পারতো, ওই জায়গায় পেছনে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, চেষ্টার মাধ্যমটা কী? অনুশীলন করছি। অনেক কষ্ট করছি। কষ্ট করতে করতে একটা সময় কেষ্ট মেলবে। ওই আশাতেই আছি। পরিশ্রম করছি। ’ 

গত এপ্রিলে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে। এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডে খেলে ওয়ানডে সিরিজ। তারপর বিরতি ছিল প্রায় এক মাস। মাঝে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে কয়েকজন ক্রিকেটার খেলেছেন চারদিনের ম্যাচ। লিটন তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না।  

তিনি বলেন, ‘বেশির ভাগ ক্রিকেটারই খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বেশির ভাগ ক্রিকেটারই খেলার ওপরে আছে। আমরা যারা নিয়মিত ওয়ানডে ফরম্যাটে খেলছি, আমার কাছে খুব একটা ওরকম কিছু না। এটা হচ্ছে মেন্টাল শিফট, কেউ যদি মেন্টাল শিফট করতে পারে তাহলে ওরকম কোনো সমস্যা হবে না। ’

বাংলাদেশ সময় : ১৫৩৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।