ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

সেমিফাইনাল হওয়ার কথা ছিল আগের দিনই। কিন্তু বৃষ্টির কারণে খেলা গড়ায় আজ রিজার্ভ ডে’তে।

এদিনও বাগড়া দেয় বৃষ্টি। তাই খেলার দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। যেখানে পাকিস্তান ‘এ’ দলকে ৬ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

হংকংয়ের মিশন রোড মাঠে ৬০ রানের লক্ষ্যে নেমে পুরো ইনিংস ব্যাট করেও ৪ উইকেটে ৫৩ রানের বেশি এগোতে পারেনি পাকিস্তান। বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের বোলাররা। রাবেয়া খান ১৩ রান দিয়ে নেন দুই উইকেট। এছাড়া একটি করে শিকার মারুফা আক্তার ও নাহিদা আক্তার। পাকিস্তানের হয়ে আইমান ফাতিমা ১৮, শাওয়াল জুলফিকার ১১ ও ফাতিমা সানা ১১* রান করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। প্রথম ছয় ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সপ্তম উইকেটে রাবেয়া ও নাহিদা আক্তার মিলে গড়েন ৩৭ রানের জুটি। উইকেটে এসেই দ্রুত রান তুলতে থাকেন নাহিদা। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি। রাবেয় ১০ ও সালমা অপরাজিত থাকেন ২ বলে ৬ রান নিয়ে।  

সেই পুঁজি নিয়েই দারুণ লড়াই করে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে তাদের সঙ্গী ভারত ‘এ’ দল।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচবি/এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।