ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শতভাগ ফিট না থাকা সত্ত্বেও খেলবেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
শতভাগ ফিট না থাকা সত্ত্বেও খেলবেন তামিম ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে না পারলেও ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন তামিম ইকবাল। যদিও আজ (মঙ্গলবার) অনুশীলন করেননি তিনি।

তাই চোট নিয়ে আবারও জেগে ওঠে দুশ্চিন্তা। আগামীকাল প্রথম ওয়ানডেতে খেলবেন তো? সংবাদ সম্মেলনে সেই ধোঁয়াশা নিজেই দূর করলেন ওয়ানডে অধিনায়ক।

চোটের বর্তমান অবস্থা নিয়ে তামিম বলেন, ‘আগের চেয়ে ভালো আছি। তবে শতভাগ ভালো আছি এটি বলা যাবে না। কালকে খেলার পর বলতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত বলতে পারি আগামীকাল খেলছি। ’

শতভাগ ফিট নন, তবুও তা দলে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তামিম। তাই বুঝেশুনেই ঝুঁকি নিচ্ছেন তিনি, ‘আমি আসলে দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি। কিন্তু এমন কোনো কাজ করবো না, যেটিতে দলকে ভুগতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়। ’ 

‘আমার কাছে এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। এমন কোনো কিছু যদি আমি মনে করি যে, আমি প্রস্তুত না কিংবা এটা আমার জন্য ঝুঁকির, তাহলে আমি এবং মেডিক্যাল টিম বসে সিদ্ধান্ত নেব। ’ 

আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বড় জয় পায় টাইগাররা।


বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমআর/টিসি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।