ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ফারুকিতে বারবার হোঁচট খাচ্ছেন তামিম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এক ফারুকিতে বারবার হোঁচট খাচ্ছেন তামিম  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: আফগান পেসার ফজলহক ফারুকি যেন এখন তামিমের জন্য মূর্তিমান আতঙ্ক। আফগানিস্তানের বিপক্ষে খেলা মানেই যেন ফারুকির তামিম-শিকার।

 

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর অন্যথা হয়নি। সিরিজের প্রথম ওয়ানডেতে সেই ফারুকির কাছেই হার মেনেছেন টাইগারদের ওয়ানডে দলপতি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তামিম ও লিটন দাস শুরু থেকেই ফারুকির বল সামলাতে হিমশিম খেয়েছেন। শতভাগ ফিট না হওয়া সত্ত্বেও মাঠে নামা তামিম ফিরেছেনও দ্রুতই। ইনিংসের সপ্তম ওভারে ফারুকির করা পঞ্চম বলটি থার্ড ম্যান অঞ্চলে পাঠাতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা হয় উইকেটরক্ষক রহমনুল্লাহ গুরবাজের গ্লাভসে। ২১ বলে ১৩ রান করেই তামিমকে ফিরতে হয় সাজঘরে।

এবারই প্রথম নয়, গত বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজে চট্টগ্রামে এ মাঠেই তামিম ইকবালকে টানা তিন বার সাজঘরে ফিরিয়েছেন ফারুকি। ওই সিরিজে প্রথম ম্যাচে তামিম করেছিলেন মাত্র ৮ রান। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফারুকির বলে লেগ বিফোরের শিকার হয়েছিলেন তিনি। পরের ম্যাচে  নিজের ঝুলিতে মাত্র ১২ রান যোগ করতেই ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে একই বোলারের কাছে ধরাশায়ী হন বাংলাদেশ দলের অধিনায়ক।  

এছাড়া তৃতীয় ম্যাচেও একাদশ ওভারের প্রথম বলে ফারুকির বলে বোল্ড হন তামিম। ওই ম্যাচে তামিম রান করেন মাত্র ১১। সেই সিরিজে ফারুকির ৩৩টি বল খেলে মাত্র ১৪ রান করতে পেরেছিলেন তামিম, ডট দিয়েছিলেন ২৭টি। ওই সিরিজ শেষ করার প্রায় ১ বছর ৪ মাস পর আবারও একই দলের বিপক্ষে মাঠে নেমে একই ভুল করলেন তামিম। এখন পর্যন্ত ফারুকির ৪৬টি বল খেলেছেন তামিম। রান করেছেন ২০, বাউন্ডারি মাত্র ৩টি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই, ০৫, ২০২৩
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।