ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাহিনের বোলিংয়ে মাতোয়ারা ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
শাহিনের বোলিংয়ে মাতোয়ারা ব্রড

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সদ্য। কিন্তু খেলাটি থেকে খুব বেশি দূরে থাকছেন না তিনি।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন নিয়মিত। সেখানেই স্টুয়ার্ট ব্রড প্রশংসার বাক্স খুলে বসলেন শাহিন শাহ আফ্রিদির জন্য। পাকিস্তানের ডানহাতি এই পেসারের বোলিংয়ে রীতিমত মাতোয়ারা ইংলিশ কিংবদন্তি।

টেস্টে ৬০৪ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা ব্রড বলেন, ‘শাহিন আফ্রিদি বিশ্বে আমার দেখা প্রিয় বোলারদের মধ্যে একজন। ও যখন বল করার জন্য দৌড়ে আসে সেই রান-আপের মধ্যে একটা দুর্দান্ত অনুভূতি রয়েছে। একজন বোলার হিসেবে আমি রান-আপের ক্ষেত্রে অনেক উজ্জ্বলতা এবং প্রাণবন্ততা পছন্দ করি। ওর অসাধারণ দক্ষতা রয়েছে। এগুলো প্রাকৃতিক দক্ষতা। শাহিন যেভাবে বল ডানহাতিদের ব্যাটারদের সুইং করে তা দেখতে অসাধারণ লাগে। তা আনন্দেরও বটে। ’

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে এবার নটিংহ্যামশায়ারের হয়ে খেলেন শাহিন। যা ব্রডেরও কাউন্টি ক্লাব। তিনি বলেন, ‘ও এই মৌসুমে নটস আউটলসের হয়ে প্রতিনিধিত্ব করেছে। যা আমার হৃদয়ের কাছাকাছি। শাহিন এমন একজন বোলার যার আমি খুব প্রশংসা করি। আমি ওকে আরও ভালো করতে দেখতে চাই। ওর বোলিং আমার খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি আগামীতে ও আরও ভালো বোলিং উপহার দেবে। ’

দ্য হান্ড্রেডে এবার ওয়েলশ ফায়ারের হয়ে খেলছেন শাহিন। দুই ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।