ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মহারণের আগে ভারতকে শাহিনের ‘হুঁশিয়ারি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
মহারণের আগে ভারতকে শাহিনের ‘হুঁশিয়ারি’

ইনজুরি থেকে লম্বা সময় পর ফিরলেও ছন্দ হারাননি শাহিন শাহ আফ্রিদি। বরং আরও ধার বেড়েছে তার বোলিংয়ে।

যার প্রমাণ মিলেছে এশিয়া কাপে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বাঁহাতি এই পেসারের বিধ্বংসী স্পেলের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা।
 
যদিও সেই ম্যাচ ভেসে যায় বৃষ্টিতেই। তবে সুপার ফোরের ম্যাচে কলম্বোয় কাল আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। মহারণের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শাহিন। জানালেন, সেরাটা আসা এখনো বাকি।
 
বার্তা সংস্থা এএফপিকে পাকিস্তানি এই পেসার বলেন, ‘ভারতের বিপক্ষে প্রতিটা ম্যাচই স্পেশাল এবং প্রচুর লোক তা দেখে। অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলার আগপর্যন্ত ভক্ত হিসেবে আমি এই ম্যাচের জন্য অপেক্ষা করতাম। ’
 
রোহিত শর্মা ও বিরাট কোহলিসহ সেদিন ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শাহিন। এটা কেবলই শুরু বলে জানালেন তিনি, ‘আমি বলতে পারি না যে, এটি এখন পর্যন্ত আমার সেরা স্পেল। এটা কেবলই শুরু এবং আরও অনেক আসবে এমন, তাই সেরাটা আসার এখনো বাকি আছে। এতো কম বয়ে পাকিস্তানের হয়ে সব ফরম্যাটে নতুন বল সামলালে, লোকে আপনার কাছ থেকে এরকম পারফরম্যান্সই প্রত্যাশা করবে। ’
 
শাহিনের আড়ালে না থেকে প্রতিনিয়ত নিজের ছাপ রেখে যাচ্ছেন পাকিস্তানের আরেক দুই পেসার নাসিম শাহ ও হারিস রউফ। তাই পাকিস্তানের পেস অ্যাটাক বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। এখনো পর্যন্ত এশিয়া কাপে তিন জনে মিলে শিকার করেছেন ২৩ উইকেট।
 
শাহিন বলেন, ‘আমরা জানি নতুন ও পুরোনো বলে আমাদের দায়িত্বটা কী। হারিস আমাদের থেকে গতিময় বলার এবং নিজের গতি দিয়ে খেলায় প্রভাব রাখে। নাসিম ও আমি চেষ্টা করি শুরুতে ব্রেক থ্রু এনে দেওয়ার। আমাদের মধ্যে যোগাযোগটা ভালো এবং এটাই আমাদের সাফল্য। ’
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।