ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ চলাকালীন ক্যাসিনোতে দুই পিসিবি কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এশিয়া কাপ চলাকালীন ক্যাসিনোতে দুই পিসিবি কর্মকর্তা

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের শুরুটা হয়েছে দারুণ। বাংলাদেশকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলছে তারা।

ম্যাচটি বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ালেও এখনও মাঠে নামতে পারেনি দুই দল। এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তার ক্যাসিনো যাওয়ার খবর ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমগুলোতে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজ ভাইরাল হয়। যেখানে দেখা যায় শ্রীলঙ্কার কলম্বোর ক্যাসিনোতে পিসিবির মিডিয়া ডিরেক্টর উমর ফারুক কালসন ও আন্তর্জাতিক ক্রিকেট বিভাগের জেনারেল ম্যানেজার আদনান আলীকে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ বলছে, বিষয়টির এখনও কোনো পরিস্কার ব্যাখ্যা দিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড।  

রোববার এই বিষয়ে পিসিবি বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো উত্তর দেননি। এদিকে ক্যাসিনোতে দেখা যাওয়া একজন উমর ফারুক বলেন, তারা সেখানে ‘রাতের খাবার’ খেতে গিয়েছিলেন। তিনি জানান, ভিডিওটি ‘এডিট করা’।  

একই ঘটনা ঘটে ২০১৫ সালে। বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার মঈন খানকে সেবার ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে দেখা যায়। পরবর্তীতে তখনকার বোর্ড প্রধান শাহরিয়ার খান মঈনকে পাকিস্তানে ডেকে নিয়ে যান এমনকি সাবেক এই অধিনায়ককে বরখাস্তও করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।