ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ‘ফাইফার’ আজীবন মনে রাখবেন কুলদীপ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
পাকিস্তানের বিপক্ষে ‘ফাইফার’ আজীবন মনে রাখবেন কুলদীপ 

 কুলদীপ যাদবের লেগ স্পিনের সামনে গতকাল দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ভারতের দেওয়া ৩৫৭ রানের লক্ষ্যে নেমে মাত্র ১২৮ রানেই গুঁড়িয়ে যায় তারা।

যেখানে ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন কুলদীপ। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ফাইফার নেওয়া পঞ্চম ভারতীয় বোলার তিনি।

চলতি বছরের শুরু থেকেই কুলদীপ বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলে তার শিকার ২৭ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। তবে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সটি বিশেষ জায়গা করে নিয়েছে কুলদীপের মনে। যা কখনোই ভুলবেন না তিনি।

বাঁহাতি এই লেগ স্পিনার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'বড় দলের বিপক্ষে পাঁচ উইকেট নিলে মনোবল সত্যিই বেড়ে যায়। ক্রিকেট ছেড়ে যখন অবসরে যাব, তখন সবসময় মনে রাখব পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলাম। এই দল (পাকিস্তান) স্পিন ভালো খেলে এবং তাদের বিপক্ষে পারফর্ম করলে তা সত্যিই অনেক অনুপ্রেরণা জোগায়। '

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এএইচএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।