ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফর্মে ফিরতে চেষ্টা করছি, অনুশীলন করছি: লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
ফর্মে ফিরতে চেষ্টা করছি, অনুশীলন করছি: লিটন

সংবাদ সম্মেলনে ভিড়। একটু খানি অনিশ্চয়তাও, লিটন দাস আসবেন তো? এখন নিয়মিতই ভারপ্রাপ্ত অধিনায়ক হচ্ছেন তিনি।

দায়িত্বটাও মন্দ সামলাচ্ছে না। কিন্তু দেশের ক্রিকেট এখন আলোচনায় মাঠের বাইরের নানা ইস্যুতে। ব্যক্তিগতভাবে লিটনের ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না।  

তবে লিটন নেতা হয়ে এলেন সামনেও। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে অধিনায়কত্ব করবেন। সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনেও এসেছেন তিনি। সেখানে নানা প্রশ্নই সামলাতে হয়েছে। মাঠের বাইরের ঘটনা নিয়ে বলেছেন ‘দেখি না’। বিশ্বকাপের প্রত্যাশা শুধুই ‘ভালো খেলা’।  

এর মধ্যে এসেছে লিটনের ফর্ম ভালো না যাওয়া প্রসঙ্গও। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৬০ বলে ৫৩ রান করেছিলেন। সেটিই ৯ ইনিংসে তার একমাত্র পঞ্চাশ ছাড়ানো ইনিংস। এশিয়া কাপের তিন ম্যাচে যথাক্রমে করেছেন ১৬, ১৫ ও শূন্য রান। নিজের অফ ফর্ম কাটানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন লিটন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায় (সমস্যাগুলো)। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। ’ তার এই ফর্মের কারণ কী আত্মবিশ্বাসের অভাব? জবাবে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের বিষয় না। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি। ’

বিশ্বকাপের ঠিক আগের এই সিরিজে দুই দলই বিশ্রাম দিয়েছে মূল ক্রিকেটারদের। সিরিজ শেষ করেই সবাইকে উড়াল দিতে হবে। এই সিরিজ কি ব্যক্তিগত অর্জনের জন্য ভালো প্ল্যাটফর্ম? লিটন সুযোগ দেখছেন বিশ্বকাপ সামনে রেখে। একই সঙ্গে ম্যাচ জেতার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।

লিটন বলেন, ‘এখানে স্বাভাবিক বিষয় আমরা টিমে যে কয় আছে, তাদের মধ্যে কন্টিনিউ ম্যাচ খেলেছে হৃদয় একমাত্র। আমিও খুব একটা কন্টিনিউ খেলি নি। মাঝখানে দুইটা ম্যাচ অসুস্থ ছিলাম। যেসব খেলোয়াড়রা খেলবে, তারা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। নাসুম ও শেখ মাহেদীও খেলেছে কিছুদিন আগে। তবুও এটা একটা সুযোগ। যেহেতু সামনে বিশ্বকাপ। সবারই দেখার একটা সুযোগ। সবার জন্য সুযোগ আছে। ’ 

‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। ’

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।