ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ ওয়ানডের আগে অসুস্থ তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
শেষ ওয়ানডের আগে অসুস্থ তাসকিন

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। ছিলেন না এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলে ফেরানো হয়েছে। কিন্তু পেটের পীড়ায় ভুগছেন এই পেসার। তাই খেলবেন কিনা এই নিয়ে জেগেছে শঙ্কা।  

গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তাসকিনের কোনো চোট নেই। তার একটু ফুড পয়েজনিং হয়েছে। আমার মনে হয়, সে ঠিক হওয়ার পথে। তাকে বিশ্রাম নিয়ে ঔষধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ফুড পয়েজিংয়ের ব্যাপার, সেরে উঠতে একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে। ’

টানা তিন ম্যাচ বিশ্রামের পর বিশ্বকাপকে সামনে রেখেই মূলত ফেরানো হয়েছে তাসকিনকে। তবে না খেললেও নিয়মিত অনুশীলন করে গেছেন এই পেসার। বিসিবির প্রধান চিকিৎসক যেহেতু জানিয়েছেন ফুড পয়েজনিং হয়েছে। তাই বলা যায় তাসকিনের সেরে ওঠার শঙ্কাই বেশি।  

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকেরা। সিরিজ হার এড়াতে আগামীকাল জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।