ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম ভাইকে মিস করবো, অনেক কিছু শিখেছি তার কাছে: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
তামিম ভাইকে মিস করবো, অনেক কিছু শিখেছি তার কাছে: শান্ত

বিশ্বকাপ দল নিয়ে রোমাঞ্চ ছড়িয়েছে অনেক। শেষ অবধি মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে ঘোষণা করা হয়েছে ১৫ জনের স্কোয়াড।

তাতে চমকও আছে। জায়গা হয়নি গত জুলাইয়ে অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি তিনি, পরে ছেড়ে দেন নেতৃত্বও।  

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগ পাননি। দ্বিতীয়টিতে ৫৮ বল খেলে করেন ৪৪ রান। ওই ম্যাচের পর পিঠের চোট নিয়ে নিজের অস্বস্তির কথা জানান তামিম। পরে সেটি জানিয়েছেন টিম ম্যানেজম্যান্টকেও। তামিমকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত যাচ্ছেন সহ-অধিনায়ক হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে দীর্ঘদিনের সঙ্গী তামিমকে মিস করার কথা জানিয়েছেন শান্ত।  

তিনি বলেন, ‘দল অনেক ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলেছি। বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই মিস করবো এবং অনেক কিছু শিখেছি। ’

শান্ত কিছুদিন আগেও ছিলেন সমালোচনার চূড়ায়। তাকে নিয়ে হয়েছে নানা ধরনের হাস্যরসও। এখন তিনি দলের সহ-অধিনায়ক হয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন শান্ত, তখন থেকেই ধারাবাহিকতার শুরু তার। এই ব্যাটার জানিয়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে তার কাছে জরুরি দলীয় সাফল্য।  

তিনি বলেন, ‘আমার মনে হয় যে ব্যাটার হিসেবে আমার দায়িত্ব প্রতিদিন রান করা। স্বপ্নের মতো বলবো না, এরকমই হওয়া উচিত আসলে। এর থেকেও ভালো হওয়া উচিত, ভালো করা সম্ভব। আমি চেষ্টা করেছি আরও উন্নতি করার। আরও কীভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে পারি। ’

‘আমার সর্বোচ্চ রান করা ম্যাটার করে না। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলি নাই। দল হিসেবে এত ভালো ফল করিনি। ব্যক্তিগত পারফরম্যান্স আমি ব্যক্তিগতভাবে কাউন্ট করি না, আমাদের দলে যারা আছে তারা কেউই করে না। গুরুত্বপূর্ণ হলো ম্যাচ আমরা জিতেছি কি না, দল হিসেবে ভালো করছি কি না। ’

বাংলাদেশ সময় : ২৩১৪ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।