ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আমার কোনো ধরনের ভয় কাজ করে না: তানজিম সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
আমার কোনো ধরনের ভয় কাজ করে না: তানজিম সাকিব

মাস দুয়েক আগে তানজিম হাসান সাকিবের ভাবনাতেও হয়তো ছিল না এমন কিছু। হুট করেই বদলে গেছে তার জীবন।

এবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে সুযোগ পান এশিয়া কাপের চোটে। পরে এই পেসারের অভিষেক হয় ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে। ‍দুই উইকেট নিয়ে আলোও কেড়ে নেন এই পেসার।  

পরে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলে ফের চোটে পড়েন। তবে বিশ্বকাপ দলে ঠিকই সুযোগ মিলেছে তার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। এ নিয়ে রোমাঞ্চের কমতি নেই তানজিম সাকিবের। এই পেসার বলছেন, তাকে সাহস যোগাচ্ছে যুব বিশ্বকাপজয়।

বুধবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তানজিম বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সঙ্গে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ একটা বিশ্বকাপ জিতছি, তো আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। এটা আমাকে অনেক মোটিভেশন দেয়। ’

একদম শেষ মুহূর্তে গিয়ে ঘোষণা করা হয় বিশ্বকাপের দল। সবাই-ই ছিলেন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিবের আছে শেখার আগ্রহও। নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও জানান তিনি।

তানজিম বলেন, ‘এটা অসাধারণ একটা অনুভূতি। যখন আমি আমার আব্বু-আম্মু বলছিলাম উনারাও খুব খুশি হয়েছিল। পাশাপাশি আমি নিজেও অনেক খুশি ছিলাম। প্রথমবারের মতো যাচ্ছি আমি আমি চেষ্টা করবো যতো পারা যায় শেখা যায় এখান থেকে। বিশ্বকাপে পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা ওখানে যাবে প্রত্যেকটা দেশের। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য আর শেখার চেষ্টা করবো ইন শা আল্লাহ। ’

‘যখন আমি ভারতের সঙ্গে ভালো খেলি তখন আমার একটাই পরিকল্পনা ছিল পরবর্তী যে খেলাগুলো আসবে শুধু ভালো খেলে যাবো। নির্বাচকরা আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই ভালো খেলবো। তারা যখন আমাকে বিশ্বকাপের জন্য বাছাই করলো সেটা আমি মনে করি আমার জন্য সুবর্ণ সুযোগ ভালো করার জন্য বা দেশকে ভালো কিছু দেয়ার জন্য। আমি ওটাই চেষ্টা করবো যেন আমি দেশকে সর্বোচ্চটা দিতে পারি। আমি আমার থেকে শতভাগ চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ সময় : ১৫৪১ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০২ 
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।