ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ওপেনার গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ওপেনার গুনাথিলাকা

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার হন শ্রীলঙ্কার ওপেনার দানুশকা গুনাথিলাকা। এরপরই লঙ্কান ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ ঘোষণা করে।

কিছুদিন আগে এই মামলায় বেকসুর খালাস পান তিনি। এবার পেলেন আরও একটি সুখবর।

গুনাথিলাকার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অর্থাৎ, ক্রিকেটে ফিরতে এখন আর কোনো বাধা নেই এই ব্যাটারের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নিষেধাজ্ঞা মুক্তির খবর জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন একটি ডেটিং এপের মাধ্যমে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ হয় গুনাথিলাকার। পরে দুজনের মধ্যে যৌন সম্পর্ক হয়। এরপর বাদীর ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে টিম হোটেল থেকে গ্রেফতার করা হয় দলের সঙ্গে দেশে ফেরার অপেক্ষায় থাকা গুনাথিলাকাকে।  

এই মামলা চলাকালীন লঙ্কান এই ক্রিকেটারকে জামিন দেয়া হলেও অস্ট্রেলিয়া ত্যাগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখা হয়। প্রাথমিকভাবে চার দফা নিপীড়নের অভিযোগ করা হলেও, গত মে মাসে এর তিনটি তুলে নেয় পাবলিক প্রসিকিউটর। গত মাসে বাকি থাকা একটি অভিযোগেও নির্দোষ প্রমাণিত হন গুনাথিলাকা। যার ফলে প্রায় ১১ মাস পর গত ৩ অক্টোবর দেশে ফেরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।