ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় দর্শকদের ‘দুর্ব্যবহার’, আইসিসির কাছে নালিশ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ভারতীয় দর্শকদের ‘দুর্ব্যবহার’, আইসিসির কাছে নালিশ পাকিস্তানের

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে এর আগে ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ভারতীয় সমর্থকদের আচরণের ব্যাপারে আপত্তি জানিয়ে আইসিসির কাছে অভিযোগ দিল পিসিবি।

 

পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘ভারতে পাকিস্তানি সাংবাদিকদের ভিসা দিতে দেরি হওয়া এবং পাকিস্তান ভক্তদের ভিসা ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগে একটি অভিযোগ দায়ের করেছিল আইসিসিতে। এখন আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান স্কোয়াডকে লক্ষ্য করে করা অনুপযুক্ত আচরণের বিরুদ্ধে।

১৪ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় স্বাগতিক ভারত। পিসিবির অভিযোগ, বাবর আজম যখন টস করতে যান তখন তার উদ্দেশে দুয়ো দিয়েছেন গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকরা।  

স্বাগতিক দর্শকরা পাকিস্তানি ক্রিকেটারদের লক্ষ্য করে ‘আমরা তোমাদের বাপ’ স্লোগান দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্যাভিলিয়নে ফেরার সময় কয়েকজন সমর্থক তাকে লক্ষ্য করে 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু করেন, এমন অভিযোগও উঠেছে।  ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন পিসিবির ক্রিকেট কমিটির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ।

এর আগে বিশ্বকাপে পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের জন্য ভারতের ভিসা না পাওয়া নিয়েও আইসিসির কাছে নালিশ জানিয়েছিল পিসিবি। তবে তাদের সেই আবেদনে এখনও সাড়া মেলেনি। সাংবাদিক ও সমর্থকদের ছাড়াই আহমেদাবাদে খেলতে নামে পাকিস্তান দল। ফলে পুরো গ্যালারি ভরে উঠেছিল ভারতীয় দর্শকে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।