ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

২৪ বছর আগের রেকর্ড ভাঙলো লিটন-তামিমের জুটি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
২৪ বছর আগের রেকর্ড ভাঙলো লিটন-তামিমের জুটি

শুরুটা হলো ধীরস্থির। রান এলো না প্রথম পাঁচ ওভারে।

ধীরে ধীরে বদলে গেলো প্রেক্ষাপট। হাত খুলতেই রান এলো দ্রুত। তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উদ্বোধনী জুটি ভারতের বিপক্ষে এনে দিয়েছে দারুণ শুরু।

এর সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন তামিম ও লিটন। বিশ্বকাপে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটিটি এখন তাদের। প্রায় ২৪ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন তারা। এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ৬৯ রানই ছিল সর্বোচ্চ।

বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটিতেও আছেন লিটন দাস। ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি।  

লিটন ও তানজিদের জুটি থেমেছে ৯৩ রানে গিয়ে। আর সাত রান করতে পারলেই স্রেফ অষ্টম জুটি হিসেবে বিশ্বকাপে শতরান করতে পারতেন তারা। কুলদ্বীপ যাদবের বলে ৫১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরত গেছেন তামিম।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।