ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমির আশা বাদ দিলেন সাকিব, বিশ্বকাপ শেষ করতে চান পাঁচ-ছয়ে থেকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
সেমির আশা বাদ দিলেন সাকিব, বিশ্বকাপ শেষ করতে চান পাঁচ-ছয়ে থেকে

আগের তিন ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু পারল না তারা।

লজ্জার হারে কেবল প্রাপ্তি মাহমদুউল্লাহ রিয়াদের সেঞ্চুরি। এই হারের জবাব কিভাবে দেবেন জানা নেই অধিনায়ক সাকিব আল হাসানেরও। ম্যাচ শেষে তিনি জানালেন সেমিফাইনাল না খেলতে পারলেও আসর শেষ করতে চান পাঁচে অথবা ছয়ে থেকে।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি হেনরিক ক্লাসেনের অসাধারণ ইনিংসে পাহাড়সম সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে বাংলাদেশের হয়ে একাই লড়লেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরি করে কমালেন হারের ব্যবধান।

যদিও বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। একই কথা বলছেন সাকিব আল হাসানও। শেষদিকের বাজে বোলিংয়ের আফসোসের পাশাপাশি তিনি প্রশংসা করেছে ডি কক ও ক্লাসেনের। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম ২৫ ওভারে ভালো বোলিং করেছি। তিন উইকেট পাওয়ার পাশাপাশি ওভারপ্রতি ৫ রান করে দেওয়া হয়েছে। তারপরই আমরা ম্যাচ থেকে ছিটকে গেলাম। ডি কক অনেক ভালো করেছে আর ক্লাসেন যেভাবে ম্যাচ শেষ করেছে এটার উত্তর আমার কাছে জানা নেই। এমন মাঠে এটি হওয়া স্বাভাবিক, তবে আমাদের বোলিংয়ে আরও ভালো করা উচিত ছিল। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরে গেছি। ’

রান তাড়ায় খেলতে নেমে বাংলাদেশের টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারও হয় বিধ্বস্ত। তবে ব্যাট হাতে শেষদিকে আলো ছড়িয়েছেন রিয়াদ। হাঁকিয়েছেন সেঞ্চুরি। তার এমন দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করার পাশাপাশি সাকিব জানিয়েছেন আরও উপরের পজিশনের কথা, ‘মুশফিক ও মাহমুদউল্লাহর আরও উপরে খেলা উচিত ছিল। কিন্তু তারা যেখানেই খেলেছে, অনেক ভালো করেছে। আমাদের প্রথম চার ব্যাটারের আরও ভালো করা উচিত ছিল। ’

এই হারই যে শেষ নয় সেটি মনে করিয়ে দিলেন সাকিব। তবে সেমিফাইনালের আশা করছেন না তিনি। যদিও পাঁচে অথবা ছয়ে থেকে শেষ করতে চান টুর্নামেন্ট। টাইগার অধিনায়কের ভাষ্য, ‘এই টুর্নামেন্টের আরও অনেক সময় বাকি আছে, যে কোনো কিছু হতে পারে। অনেক কিছু শেখার আছে, অনেক খেলা বাকি আছে। আমরা সেমিফাইনালে যেতে না পারলেও পাঁচ অথবা ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করতে চাই। আশা করি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো। ’

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।