ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সমর্থকদের সামনেই ভালো খেলার আশা ডাচদের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস), কলকাতা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
বাংলাদেশের সমর্থকদের সামনেই ভালো খেলার আশা ডাচদের

কলকাতার পথঘাটে এমনিতেও ভিড় থাকে বাংলাদেশিদের। এখন বোধ হয় সংখ্যাটা আরেকটু বেশি।

বিশ্বকাপ শুরুর বাইশ দিন পর ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।  

এই ম্যাচে দলকে সমর্থন দিতে দেশ থেকে উড়ে আসছেন অনেকে। আশা করা হচ্ছে, বিশ্বকাপে প্রথমবারের মতো গ্যালারির সমর্থনের বেশির ভাগটাই থাকবে বাংলাদেশের জন্য। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস অবশ্য ভাবছেন না এ নিয়ে।  

গ্যালারির সমর্থন নিয়ে শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। ছেলেরাও মুখিয়ে আছে। কালকের দর্শকরা ভারত নাকি বাংলাদেশ থেকে আসছেন, তা আমরা জানি না। আমরা তাদের সামনে ভালো পারফরম্যান্স দেখাতে চাই। ’

‘আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। এটা বিগ গেম, প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। ’

নেদারল্যান্ডসের হেড কোচ এখন রায়ান কুক। এই দক্ষিণ আফ্রিকান এক সময় ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। সাবেক শিষ্যদের মুখোমুখি হওয়ার আগে তিনি তথ্য দিচ্ছেন বর্তমান দলকে, এমনটিই জানিয়েছেন স্কট এডওয়ার্ডস।

তিনি বলেন, ‘সে বাংলাদেশের কোচ ছিল, অবশ্যই এটা আমাদের সহায়তা করছে। সে বাংলাদেশের সাথে অনেকদিন কাজ করেছে। অনেককে ব্যক্তিগতভাবে চেনে। এই দল সম্পর্কে যা জানে সেসব আমাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। তবে অনেক খেলোয়াড় নতুন। অনেক পরিবর্তন এসেছে দলে। আমাদের নিজেদের স্কিল কাজে লাগাতে হবে। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে অনেক গর্বিত। ’

বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০২৩
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।