ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

শুরুতেই দ্রুত বিদায় দুই ওপেনার তানজিদ ও লিটনের। এরপর কিছুক্ষণ ব্যাট চালান মেহেদি হাসান মিরাজ।

কিন্তু টিকলেন না তিনিও। অপরপ্রান্তে এসে উইকেট হারান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশের।  

চারে নামা নাজমুল হাসান শান্ত বরাবরের মতো এই ম্যাচেও ব্যর্থ হন। ফন মিকারেনের বল খেলতে গিয়ে ৯ রান করেই ক্যাচ আউট হন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন সাকিবও। একই বোলার ৫ রানে ফেরান টাইগার অধিনায়ককে। একপ্রান্তে লড়তে থাকা মিরাজও পারেননি স্কোর বাড়াতে। ৪০ বলে ৩৫ রান করে তিনি ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে। আর মুশফিকুর রহিম কেবল যোগ করতে পারেন ১ রান।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান।  

এর আগে শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে ২৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে ডাচরা।

রান তাড়ায় ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে আরিয়ান দুতের ডেলিভারি রিভার্স সুইপে খেলার চেষ্টা করেন লিটন। সেই বল গ্লাভসে লাগার পর প্যাডে গিয়ে ক্যাচ ওঠে উইকেটরক্ষকের হাতে। ১২ বল খেলে বিদায় নিতে হয় তাকে। পরের ওভারে ফন বিকের বল ঠিকঠাক বুঝে উঠতে পারেননি তানজিদ। হালকা ব্যাটে লেগে সেটি চলে যায় উইকেটরক্ষকের হাতে। ১৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।