ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গলফ কার্ট থেকে পড়ে ইনজুরিতে ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
গলফ কার্ট থেকে পড়ে ইনজুরিতে ম্যাক্সওয়েল

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে একটা বড় ধাক্কাই খেয়েছে অস্ট্রেলিয়া। দলটির তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল গুরুতর চোট পেয়েছেন।

আর ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

গ্লেন ম্যাক্সওয়েলের চোট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা। গ্লেন ম্যাক্সওয়েল এখনও পর্যন্ত বিশ্বকাপের ৬ ম্যাচে মোট ১৯৬ রান করেছেন। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েল, করেছেন বিশ্বকাপের দ্রুততম (৪০ বল) সেঞ্চুরির রেকর্ড।

গত ১২ মাসের মধ্যে এ নিয়ে ম্যাক্সওয়েল দুই দফায় ইনজুরিতে পড়েছেন। গত নভেম্বরে ব্যক্তিগত একটি পার্টিতে অংশ নিতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন, যা থেকে বিশ্বকাপের আগমুহূর্তে সেরে উঠেছেন এই অলরাউন্ডার। এবার গলফ কার্ট থেকে পড়ে চোট পেয়েছেন।  

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ডোনাল্ড বলেছেন, ‘ক্লাবহাউস থেকে টিম বাসে ফেরার সময় কার্টের পেছনে বসে ছিল গ্লেন। নামার সময় আহত হয় গ্লেন ম্যাক্সওয়েল। ও মাথায় আঘাত পেয়েছে। ওকে কনকাশন প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে। গ্লেন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।

গ্লেন ম্যাক্সওয়েলের সুস্থ হতে ৬ থেকে ৮ দিন সময় লাগতে পারে। ৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ অজিদের। সেই ম্যাচেও তার বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।