ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাক্সওয়েলের পর ইংল্যান্ডের বিপক্ষে থাকবেন না মার্শও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ম্যাক্সওয়েলের পর ইংল্যান্ডের বিপক্ষে থাকবেন না মার্শও

গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আগেই ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার ইংল্যান্ডের বিপক্ষে মিচেল মার্শকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া।

পারিবারিক কারণে তিনি দেশে ফিরেছেন। কবে যোগ দেবেন সেটাও নিশ্চিত নয়।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা জানায়, ‘অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে দেশে ফিরে গেছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত করা হয়নি। ’

অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটার না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে দুশ্চিন্তায় থাকতে হবে তাদের। মার্শের বদলি হিসেবে দলে জায়গা পেতে পারেন মার্কাস স্টয়নিস। এমনটাই জানিয়েছে ক্রিকইনফো। এছাড়া ম্যাক্সওয়েলের বদলি হিসেবে জায়গা পেতে পারেন ক্যামেরুন গ্রিন। বিশ্বকাপে এই পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছেন তিনি। একটি ভারতের বিপক্ষে, অপরটি নেদারল্যান্ডসের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।