ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

ওয়ানডে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে আজ মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

 

এই ম্যাচে লঙ্কান দলে এসেছে এক পরিবর্তন। ধনঞ্জয়া ডি সিলভার বদলে খেলবেন দুসান হেমন্থ। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।  

শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলতে পারলে আবারও টেবিলের চূড়ায় উঠবে ভারত। একইসঙ্গে প্রথম দল হিসেবে এবারের আসরের সেমিফাইনালও নিশ্চিত করবে দলটি।  

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মেদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মেদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমন্থ, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশামান্থা চামিরা ও দিলশান মাধুশাঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।